ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নজির আহমেদ ট্রাস্টের মেডিক্যাল ক্যাম্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
নজির আহমেদ ট্রাস্টের মেডিক্যাল ক্যাম্প নজির আহমেদ ট্রাস্টের মেডিক্যাল ক্যাম্প

চট্টগ্রাম: নজির আহমেদ ট্রাস্টের উদ্যোগে রাউজানের গশ্চি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সেন্ট্রাল বয়েজ অব রাউজান ও এসএমসিএইচ স্টুডেন্ট ক্লাবের সহযোগিতায় এ ক্যাম্প পরিচালিত হয়।

ক্যাম্পে প্রায় দুইশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া  হয়।

১শ রোগীর বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয় এবং অনেকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

নজির আহমেদ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মো. মিনহাজ মাহমুদ মুনির এর সভাপতিত্বে এবং সেন্ট্রাল বয়েজ অব রাউজানের যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম সাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাউজানের ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া।

প্রধান অতিথি ছিলেন সাউদার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারি অধ্যাপক, বিএমএ চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী সদস্য ডা. হোসেন আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সমাজ কল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মোজাফফর হোসেন, গশ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মো. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ জামাল নকিব, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহ্বায়ক মহিউদ্দীন ইমন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ইউপি সদস্য উদয় দত্ত অর্ক।  

উপস্থিত ছিলেন সংগঠক আবদুল্লাহ্ আল রোমান, রকিবুল হাসান, ডা. রিয়াজ উদ্দিন বিপ্লব, ডা. আকিল ইবনে তাহের, ডা. মো আব্দুল হাদী, ডা. মো ইমরান, রনেক্স চৌধুরী, এফ এম সাকিবুল ইসলাম, জনি দে, দিদারুল ইসলাম, সওরাজ উল ইসলাম, শামসুল আরেফিন, রাতুল রায়, অনিক চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।