ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৪, ডিসেম্বর ১৪, ২০১৯
ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার ফরিদেরপাড়া এলাকায় ছুরিকাঘাতে নুরুল আলম (২২) নামে এক যুবক খুন হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে কী কারণে বা কারা এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিহত নুরুল আলম নোয়াখালী জেলার সেনবাগ এলাকার আলী হাদীর ছেলে। নুরুল আলম কাভার্ডভ্যানের হেলপার।

তিনি পরিবারের সঙ্গে খতিবেরহাট এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বাংলানিউজকে বলেন, ফরিদেরপাড়া এলাকায় ছুরিকাঘাতে নুরুল আলম নামে এক যুবক খুন হয়েছে। নুরুল আলম কাভার্ডভ্যানের হেলপার। কী কারণে বা কারা এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

পরিত্রান তালুকদার বলেন, হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হত্যকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।