ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কাস্টম হাউসের পরীক্ষাগার ভবনে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
চট্টগ্রাম কাস্টম হাউসের পরীক্ষাগার ভবনে আগুন

চট্টগ্রাম: দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসের রাসায়নিক পরীক্ষাগার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি পাঠানো হয়।

এর মধ্যে প্রথম দুইটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, রাসায়নিক পরীক্ষাগার ভবনের নিচতলায় কম্পিউটার ও বিভিন্ন নথিপত্রে আগুন লেগেছে। আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ সময় বিভিন্ন কম্পিউটার ও নথিপত্র বের করে আনতে দেখা গেছে।

ওই ভবনে একটি ব্যাংকের শাখা, নমুনা শাখা, রাসায়নিক পরীক্ষাগার, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সারভারসহ গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।