ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নারী উদ্যোক্তারা অনলাইন ব্যবসায় স্বাবলম্বী হচ্ছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
নারী উদ্যোক্তারা অনলাইন ব্যবসায় স্বাবলম্বী হচ্ছে ট্রেড ফেয়ারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন

চট্টগ্রাম: ডিজিটাল বাংলাদেশে বর্তমানে নারী উদ্যোক্তারা অনলাইন ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনলাইন এন্টারপ্রেনার ট্রেড ফেয়ারের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

নগরের পলোগ্রাউন্ডের ১৩তম আন্তর্জাতিক নারী এসএমই বাণিজ্য মেলা প্রাঙ্গণে উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগীত শিল্পী শুভ্র দেব, উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তাফা, সমাজসেবী সিরাজুল ইসলাম কমু এবং দ্যা রিপাবলিক অব তুর্কির বিশিষ্ট ব্যবসায়ী নেজমেটিন উনাল।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তারি মোর্শেদ স্মৃতি।

আবিদা মোস্তফা বলেন, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে অনেক উপরে নিয়ে গেছেন এবং নারীকে বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

সিরাজুল ইসলাম বলেন, নারী নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেওয়ার মতো সক্ষমতা অর্জনের পরিস্থিতি তৈরি করা গেলে দেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।

ডা. মুনাল মাহবুব বলেন, আমরা অনলাইনভিত্তিক নারী উদ্যোক্তাদের সহযোগিতা করছি যেন তারা তাদের গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগসূত্র তৈরি করতে পারে।

সোমবার (১৬ ডিসেম্বর) পর্যন্ত ১৩তম আন্তর্জাতিক নারী এসএমই বাণিজ্য মেলার প্রদর্শনী হলে চলবে অনলাইন এন্টারপ্রেনার ট্রেড ফেয়ার।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।