ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেশ গার্মেন্টস মোড়ে ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
দেশ গার্মেন্টস মোড়ে ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ দেশ গার্মেন্টস মোড়ে ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার কালুরঘাট ভারী শিল্প এলাকার এফআইডিসি রোডে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অভিযানকালে আজিম মান্নান গার্মেন্টস থেকে দেশ গার্মেন্টস মোড় পর্যন্ত সড়কের উভয় পাশের ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধভাবে সড়কের ওপর নির্মাণসামগ্রী স্তূপ করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে কটনেক্স ফ্যাশন লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানাসহ ২৪ ঘণ্টার মধ্যে স্তূপ সরানোর নির্দেশনা দেওয়া হয়।

চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চান্দগাঁও থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা অভিযানে সহায়তা করেন।

চসিক সূত্র জানায়, নগরের ফুটপাত, সড়ক, পানি নিষ্কাশনের পথ দখল করে যেসব অবৈধ দোকানপাট গড়ে তোলা হয়েছে সব পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।