ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মাঠে গড়াচ্ছে শেখ রাসেল রোলবল টুর্নামেন্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, ডিসেম্বর ১১, ২০১৯
মাঠে গড়াচ্ছে শেখ রাসেল রোলবল টুর্নামেন্ট

চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা রোলবল টুর্নামেন্টের আয়োজন করেছে।

সিজেকেএস রোলার স্কেটিং কমিটির ব্যবস্থাপনায় বুধবার (১১ ডিসেম্বর) এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম হলে শেখ রাসেল রোলবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টে চট্টগ্রামসহ ৮ জেলার ৮০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) পর্যন্ত ৪ দিনব্যাপী টুর্নামেন্ট উপলক্ষে গতকাল বিকালে সিজেকেএস সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস রোলার স্কেটিং সম্পাদক আবদুর রশিদ লোকমান।

এসময় রোলার স্কেটিং কমিটির চেয়ারম্যান রেখা আলম, সিজেকেএস অতিরিক্ত সম্পাদক শাহাবুদ্দিন শামীম, আমিনুল ইসলাম আমিন, দিদারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার বিকাল ৩টায় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ টুর্নামেন্ট উদ্বোধন করবেন। চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি ও সিএমপি কমিশনার মাহাবুবর রহমান, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন সাধারণ সম্পাদক আহম্মেদ আসিফুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।