ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির ৫ হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
চবির ৫ হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার উদ্ধারকৃত দেশীয় অস্ত্র।

চট্টগ্রাম: ছাত্রদের পাঁচটি হলে তল্লাশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এ অভিযান চালায়।

এ সময় চবি শাহজালাল হল, শাহ আমানত হল, সোহরাওয়ার্দী হল, আলাওল ও এ এফ রহমান হল থেকে রাম দা ও চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আড়াই ঘণ্টার এই অভিযানে আলাওল হল থেকে ৪টি রাম দা, ২টি বিদেশি চাপাতি, ৫টি হাতুড়ি ও লোহার পাইপ, এ এফ রহমান হল থেকে ১টি রাম দা ও কিছু লোহার পাইপ এবং সোহরাওয়ার্দী হল থেকে ১টি রাম দা ও কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়।

প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পাঁচটি হলে অভিযান চালানো হয়েছে।

যেসব কক্ষ থেকে দেশীয় অস্ত্র পাওয়া গেছে সেসব কক্ষ সিলগালা করা হবে। তবে কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।