ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জন হাসপাতালে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জন হাসপাতালে ভর্তি পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত একজন

চট্টগ্রাম: পটিয়া উপজেলার কচুয়া বাইপাস এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জন অগ্নিদগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন ও এসআই মো. রোকন উদ্দিন বাংলানিউজকে জানান, টিপুর দোকানের কর্মচারী রহিমের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে তার শরীরের কিছু অংশ ঝলসে যায়। এ সময় পাশের বাসার আবু সৈয়দ (৫৫) নামের একজনও কিছুটা দগ্ধ হন।

তাদের উদ্ধার করে রহিমের স্ত্রী মুন্নি বেগম দুই সন্তানসহ চমেক হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতালের এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, সকালে পটিয়া থেকে অগ্নিদগ্ধদের নিয়ে পাঁচজন চমেকের জরুরি বিভাগে আসেন।

তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।   

বাংলাদেশ সময়: ১১২৫  ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।