ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ায় ওষুধের দোকানে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
বাকলিয়ায় ওষুধের দোকানে আগুন

চট্টগ্রাম: নগরের বাকলিয়ার মিয়াখান নগর এলাকায় বৈদ্যুতিক গোলযোগের আগুনে পুড়ে গেছে এসআই মেডিক্যাল নামের একটি ওষুধের দোকান।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোররাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, সরওয়ার হোসেনের মালিকানাধীন ওষুধের দোকানে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৪টি গাড়ি পাঠানো হয়।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, ভোর সোয়া চারটার দিকে আকবর শাহ থানা এলাকার নজরুল ইসলামের ভবনের বৈদ্যুতিক মিটারে আগুন লেগে ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।