bangla news

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-০৭ ৮:২৬:২০ পিএম
যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ

যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি না দিলে নগরের ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের যুবদলের নেতা-কর্মীরা স্বেচ্ছায় কারাবরণ করবেন বলে জানিয়েছেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে নগরের কাজীর দেউড়ির বিএনপি কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা জানান।

দীপ্তি বলেন, আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আইনের মাধ্যমে তাকে মুক্ত করা সম্ভব নয়। তাই চট্টগ্রামের যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, নূর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
জেইউ/এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-07 20:26:20