ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজয়ের আড্ডার উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
বিজয়ের আড্ডার উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ বিজয়ের আড্ডার উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

চট্টগ্রাম: বিজয়ের আড্ডার উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান সম্প্রতি নগরের কাজীর দেউড়ির মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়েছে।

শহর গেরিলা কমান্ডার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে এবং নগর ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন অপারেশন জ্যাকপট খ্যাত সুইসাইড স্কোয়াডের নৌ-কমান্ডো গোলাম জিলানী।

স্মৃতিচারণ করেন শহর গেরিলা কমান্ডার অমল মিত্র, মোহাম্মদ ইউসুফ, ফাহিম উদ্দিন আহমেদ, মহিউদ্দিন রাশেদ, নির্মল কান্তি নাথ, নৌ কমান্ডো আনোয়ার মিয়া, দেওয়ান মাকসুদ, হুমায়ুন কবীর, মুক্তিযোদ্ধা জাহেদ আহমেদ, মহিউদ্দিন আহমেদ, ফেরদৌস হাফিজ খান রুমু।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মনসুর, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহাবুবুল হক এটলি, শ্রমিকলীগ নেতা আবুল হোসাইন আবু।

উপস্থিত ছিলেন, সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক জিনাত সোহানা চৌধুরী, যুবলীগ নেতা নূরুল আনোয়ার, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল হাসনাত বেলাল, চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগ নেত্রী জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা, বেসরকারী কারা পরিদর্শক মোস্তারী মোরশেদ স্মৃতি, আওয়ামী লীগ নেতা আখতার উদ্দিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।