ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘আইনের শাসনে বিশ্বাস করে আওয়ামী লীগ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, ডিসেম্বর ৭, ২০১৯
‘আইনের শাসনে বিশ্বাস করে আওয়ামী লীগ’ ত্রি-বার্ষিক সম্মেলনে অতিথিরা।

চট্টগ্রাম: আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার স্পেশাল কোর্টে নয়, সাধারণ কোর্টে করা হয়েছে। ২১ বছর পর আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার পেয়েছি।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টায় লালদিঘির ময়দানে আয়োজিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি।

দশ বছর পার হওয়ার পর বেগম জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সময় থাকবে না। তার ছেলে তারেক জিয়া সিঙ্গাপুরের কোর্টে সাজাপ্রাপ্ত হয়েছে।
কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তার আর বাংলাদেশে এসে রাজনীতি করা সম্ভব হবে না।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।