শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৮ নম্বর ওয়ার্ডে হাজী কোরবান আলী সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার নুরুল আজিম (৩০) স্থানীয় মো. হোসেনের ছেলে।
আগুনে স্থানীয় শাহ আলম ও মো. হোসেনের ঘর পুড়ে যায় বলে জানান বোয়ালখালী ফায়ার স্টেশনের ফায়ারম্যান মো. সাইফুল।
তিনি বলেন, চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দগ্ধ হয়ে মৃত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এসি/টিসি