ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে ২১৬ কার্টন সিগারেট উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৮, ডিসেম্বর ৭, ২০১৯
শাহ আমানতে ২১৬ কার্টন সিগারেট উদ্ধার

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২১৬ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় এনএসআই টিম মোহাম্মদ বেলাল নামের এক যাত্রীর কাছ থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার বেলাল এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে শাহ আমানতে আসেন।

তার ব্যাগেজ থেকে ইজি ব্রান্ডের ১৩৫ কার্টন, ডানহিল ব্রান্ডের ৮১ কার্টন সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৩২ হাজার টাকা।

কাস্টম হাউসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম বাংলানিউজকে জানান, জব্দ সিগারেটের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।