ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেরিন ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
মেরিন ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৭

চট্টগ্রাম: নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় মেরিন ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে ওয়েস্টার্ন মেরিন ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওসমান গনি (৩৫), নুর আলম (৩৫), এনায়েত (৩০), রাজীব দাশ (৩৫), নোমান (২৫), রিফাত (২৪) ও রাকিব (১৮)।

তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নুরুল হুদা।

তিনি বলেন, ওয়ার্কশপে কাজ করার সময় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে ৭ শ্রমিক দগ্ধ হয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।

ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী বলেন, শ্রমিকরা ওয়ার্কশপের বাইরে রাস্তার ওপর ওয়েল্ডিংয়ের কাজ করছিল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য হামিদুর রহমান বলেন, রাত সাড়ে ১১টার দিকে দগ্ধ অবস্থায় ৭ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।