bangla news

বোয়ালখালীর শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মোহাম্মদ ইউনুছ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-০৫ ৯:০৬:১৩ পিএম
 মোহাম্মদ ইউনুছ।

মোহাম্মদ ইউনুছ।

চট্টগ্রাম: বিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় বোয়ালখালী উপজেলায় এবার সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউনুছ।

উপজেলার ৫৬ নম্বর চরণদ্বীপ সিকদারীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এ সভাপতিকে ‘জাতীয় শিক্ষা পদক—২০১৯’ এ শ্রেষ্ঠ সভাপতি ঘোষণা করা হয়।

নির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাদ্দাম হোসেন, ফজলুল কবির, মিন্টু নন্দী, জাহেদা বেগম, লাভলী আক্তার প্রমুখ। বিদ্যালয়ের লেখা–পড়াসহ সার্বিক মানোন্নয়নে তাঁরা সবার সহযোগিতা কামনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আকতার বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ নানা ক্ষেত্রে সফলতার পেছনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা আমাতুল্লাহ আরজুসহ স্থানীয় ব্যক্তি ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করছি এ বিদ্যালয়টি অতীতের ধারাবাহিকতায় আগামীতেও সফল্য অব্যহত থাকবে। 

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমএম/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-05 21:06:13