ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে পৃথক তিন ঘটনায় প্রশাসনের তদন্ত কমিটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
চবিতে পৃথক তিন ঘটনায় প্রশাসনের তদন্ত কমিটি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৃথক তিনটি ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ কমিটি গঠন করে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

চবি পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তীকে আহ্বায়ক, সহকারী প্রক্টর মো. আহসানুল কবীরকে সদস্য এবং রেজিস্ট্রার অফিসের তথ্য শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ হোসেনকে সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমেদ বাংলানিউজকে জানান, গত ৩০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ আবদুর রব হলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা, ১ ডিসেম্বর হাটহাজারীর এগারমাইল এলাকায় দুইজন শিক্ষার্থীকে দুর্বৃত্তের হামলা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪টি গাড়ি, প্রক্টরের ১টি গাড়ি এবং জিরো পয়েন্টে ওয়াচটাওয়ার ভাংচুরের ঘটনায় এ কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।