ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেয়েরা এখন আর ঘরে বসে নেই: কামরুন মালেক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
মেয়েরা এখন আর ঘরে বসে নেই: কামরুন মালেক ফ্যাশন ফেস্টের উদ্বোধন করেন লায়ন জেলা গভর্নর কামরুন মালেক

চট্টগ্রাম: একসময় চট্টগ্রামের মেয়েরা রক্ষণশীল থাকলেও এখন আর ঘরে বসে নেই। এখানে অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। এখন অনেক প্রতিষ্ঠান নারী উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছেন। সবার সহযোগিতা পেলে নারীরা যোগ্যতা ও মেধা দিয়ে অনেক দূর যেতে পারবে।

বুধবার (৪ ডিসেম্বর) উইম্যান চেম্বারের ১৩তম আন্তর্জাতিক মহিলা এসএমই বাণিজ্য মেলার প্রদর্শনী হলে ৫ দিনের ফ্যাশন ফেস্টের উদ্বোধনকালে  লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্নর কামরুন মালেক এসব কথা বলেন।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান প্রমুখ।

উপস্থিত ছিলেন অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তাদের গ্রুপের অ্যাডমিন নিলুফা আক্তার, রুপা ও লুৎফুন্নেসা রুম্পা।

৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফ্যাশন ফেস্ট।

এতে পার্লার, বুটিকস, প্রসাধন, অলংকার, জুতা, ব্যাগ, মেহেদিসহ নানা ধরনের ঘরোয়া খাবারের স্টল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।