ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে চবি ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে চবি ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের কর্মী নিয়াজ আবেদীন পাঠানের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী।

নিয়াজ আবেদীন পাঠান পদার্থবিদ্যা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ একাকারের অনুসারী।

অভিযোগ পত্রে বলা হয়, গত ২৮ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন সংলগ্ন একটি খাবারের দোকানে আমি বন্ধু বান্ধবসহ ঢুকছিলাম। সে সময় নিয়াজ আবেদিন আমাকে বেশ বাজেভাবে কটূক্তি করে।

আমি এর প্রতিবাদ করলে তিনি আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। যা আমার জন্য খুবই অপমানজনক ছিলো। কাজেই তার আপরাধ বিবেচনা করে কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

অভিযুক্ত নিয়াজ আবেদিন পাঠান বাংলানিউজকে বলেন, ‘তাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি না। তা ছাড়া এমনকিছুই ঘটেনি। ’

এ বিষয়ে চবি প্রক্টর এসএম মনিরুল হাসান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনবিরোধী একটি সেল রয়েছে। আমরা অভিযোগটা তাদের কাছে পাঠিয়ে দেবো। তারা সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।