bangla news

কুশপুতুলে ঘৃণা জানালেই পেঁয়াজবিহীন খাবার!

​সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-০২ ৯:০৫:১৭ পিএম
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

চট্টগ্রাম: পেঁয়াজ সিন্ডিকেটে জড়িত ‘সন্ত্রাসী’র কুশপুতুলে ঘৃণা জানালেই দেওয়া হবে পেঁয়াজবিহীন খাবার। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে তিনটায় ব্যতিক্রমী এ আয়োজন হবে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে।

পেঁয়াজের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘পেঁয়াজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দাও’ শিরোনামের এ কর্মসূচি পালন করবে জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগ।

নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনের নেতৃত্বে পেঁয়াজ সন্ত্রাসীদের কুশপুতুলে ঘৃণা জানানো হবে আনুষ্ঠানিকভাবে।

নাগরিক উদ্যোগের সমন্বয়কারী স্বরূপ দত্ত রাজু বাংলানিউজকে জানান, হোসেন বাবুর্চির ভাই বাদশা বাবুর্চি পেঁয়াজবিহীন রান্না করবেন। মাছ, মাংস, সবজি, নুডলস, ছোলা, পাকোড়াসহ নানা পদের রান্না হবে পেঁয়াজ ছাড়াই। যারা কুশপুতুলে ঘৃণা জানাবেন তারা এ রান্নার স্বাদ পাবেন।   

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম পেঁয়াজ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-02 21:05:17