ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

স্ত্রীর হাত বাঁধা মরদেহ উদ্ধার, স্বামীর খোঁজ নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, ডিসেম্বর ২, ২০১৯
স্ত্রীর হাত বাঁধা মরদেহ উদ্ধার, স্বামীর খোঁজ নেই

চট্টগ্রাম: নগরের খুলশী থানাধীন ঝাউতলায় একটি ভাড়া বাসা থেকে রোজী আক্তার (২০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার হাত বাঁধা, গলায় রশি পেঁচানো ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) সকালে পুলিশ ঝাউতলার ডিজেল কলোনির ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

খুলশী থানার ওসি প্রনব চৌধুরী জানান, রোজী ও তার স্বামী রেজাউল করিম (২৮) বেসরকারি পোর্ট সিটি ইউনিভার্সিটির কর্মচারী।

গত ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। স্থানীয় আবুল কাশেমের ভাড়া ঘরে তারা থাকতেন।
এ বাসার কাছাকাছি রোজীর বোনের বাসা। সেখানে দুপুরে ও রাতে দুইজনই ভাত খেতেন। রোববার (১ ডিসেম্বর) রাতেও দুজন ভাত খেয়ে আসেন। সকালে রোজীর বোন এসে দেখেন মরদেহ।

তিনি জানান, রেজাউল করিম সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মছজিদ্দা গ্রামের আবুল মনসুরের ছেলে। তার খোঁজ পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।