ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি নেতা আবু সুফিয়ানের গাড়িতে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
বিএনপি নেতা আবু সুফিয়ানের গাড়িতে হামলা হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি।

চট্টগ্রাম: নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানকে বহনকারী গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির এক নেতার আত্মীয়ের জানাজা শেষে নগরে ফেরার পথে এ ঘটনা ঘটে।

নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলীর দাবি, হামলায় আবু সুফিয়ানকে বহনকারী বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবু’র পাজেরো গাড়ির কাচ ভেঙ্গে যায়।

ওই সময় গাড়িতে ছিলেন আবু সুফিয়ান। কাচ ভেঙ্গে চালক ইয়াছিন আহত হন।

আবু সুফিয়ান বাংলানিউজকে বলেন, জানাজা শেষে নগরে ফেরার পথে ছাত্রলীগের বেশ ক’জন নেতাকর্মী গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। এতে গাড়ির কাচ ভেঙ্গে যায়। এ ঘটনা বোয়ালখালী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বাংলানিউজকে বলেন, এ রকম একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।