ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আমিন জুট মিল শ্রমিকদের ভুখা মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
আমিন জুট মিল শ্রমিকদের ভুখা মিছিল ১১ দফা দাবিতে ভুখা মিছিল করেছেন আমিন জুট মিলের শ্রমিকরা

চট্টগ্রাম: মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে ভুখা মিছিল করেছেন আমিন জুট মিলের শ্রমিকরা।

সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের জুট মিল গেট থেকে ভুখা মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

  

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আমিন জুট মিল শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আরিফুর রহমান, মো. মোস্তফা, শামসুল আলম, কামাল উদ্দিন প্রমুখ।

আরিফুর রহমান জানান, আমাদের কোনো দাবিই পূরণ হয়নি।

গত রমজানেও আমরা আন্দোলন করেছি। সরকারি ও অন্যান্য করপোরেশনের কর্মচারীরা পেয়েছেন জাতীয় মজুরি কমিশন ২০১৫ স্কেল। ৫ বছর অতিক্রান্ত হচ্ছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা পাননি। আমরা যে ন্যূনতম মজুরি পাই তাও ১০ সপ্তাহ পর্যন্ত বকেয়া। অনেক শ্রমিক অবসরে গেলেও তাদের এককালীন পাওনা পাননি। মানবেতর জীবনযাপন করছেন তারা। এমনকি পাওনা ছাড়াই অনেক শ্রমিক মারা গেছেন, মারা গেছেন তাদের নমিও।

২৭ নভেম্বর আমিন জুট মিল গেটে প্রতীকী অনশনের ঘোষণা দেওয়া হয় ভুখা মিছিল থেকে।   

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।