ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইতে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, ছাত্রী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪০, নভেম্বর ২৩, ২০১৯
মিরসরাইতে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, ছাত্রী নিহত ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বাস

চট্টগ্রাম: ট্রাকের ধাক্কায় বাসের যাত্রী সানজিদা আক্তার রাফি নামের ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।

শুক্রবার ( ২২ নভেম্বর) ৫টার দিকে মিরসরাই থানাধীন নিজামপুর রেদোয়ান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফির বাবা নুরু সাফা।

তার বাড়ি মিরসরাই থানার দক্ষিণ নগদিয়াগুনা গ্রামে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, যাত্রীবাহী বাসকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে বাসের যাত্রী নুরিয়া সিদ্দিকিয়া ক্যাডেট মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী আহত হয়।

তাকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময় ১৯২৮ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।