ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ড ও লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
সীতাকুণ্ড ও লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ও লোহাগাড়ার চুনতিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম জানান, ভ্যানগাড়িকে দ্রুতগতির বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানচালক মো. কালাম (৩৫) এর মৃত্যু হয়।

তিনি বাড়বকুণ্ড এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তবে বাস নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, চুনতি মিডওয়ে হোটেলের অদূরে দুপুর পৌনে ২টার দিকে  সীরতুন্নবী মাহফিলে যাওয়ার পথে মোটর সাইকেলকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী মো. ইসমাইল (২১) নিহত হন।

ইসমাইল বান্দরবানের লামা উপজেলার আজিজনগর মিশন পাড়ার মো. ইব্রাহিমের পুত্র। গুরুতর আহত অবস্থায় চালক মো. হোসাইনকে হাসপাতালে পাঠানো হয় বলে জানান এসআই জাহাঙ্গীর।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।