bangla news

চবি’র পুনর্মিলনীতে সাবেক চার উপাচার্যকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-২২ ৩:১৭:৫৩ পিএম
সাবেক চার উপাচার্যকে সম্মাননা। ছবি: সোহেল সরওয়ার

সাবেক চার উপাচার্যকে সম্মাননা। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ও সাবেক চার উপাচার্যকে সম্মাননা দিয়েছেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত প্রথম পুনর্মিলনী উৎসবে এ সম্মাননা প্রদান করা হয়।

এসময় প্রাক্তন উপাচার্যরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমরা গর্বিত। সদ্য প্রতিষ্ঠিত হওয়া এই অ্যাসোসিয়েশনকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানাচ্ছি।

সাবেক চার উপাচার্যকে সম্মাননা। ছবি: সোহেল সরওয়ারঅনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে বলেন, ‘বহু বছর পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। বিশ্ববিদ্যালয় জীবনে শহর থেকে আসা-যাওয়া করতাম। শাটল ট্রেনে গলা ছেড়ে গান করতাম। আমার ইচ্ছে হয়, যদি আবার সহপাঠীদের সঙ্গে গলা ছেড়ে গান গাইতে যেতে পারতাম- খুব ভালো লাগতো’।

তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যাকে প্রকৃতি অপরূপ সাজে সাজিয়েছে। বহু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এমন সুন্দর ক্যাম্পাস খুব কম দেশেই আছে। আশা করবো বিশ্ববিদ্যালয় চত্বরেই এই মিলনমেলা হবে। যে বালু কণাকে ঘিরে আমাদের স্মৃতি, যেখানে আমরা সময় কাটিয়েছি সেখানেই আবার ফেরত যেতে চাই’।

সম্মাননাপ্রাপ্ত উপাচার্যরা হলেন- অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক বদিউল আলম, অধ্যাপক ড. আলাউদ্দিন, অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, অধ্যাপক ড. শিরীণ আখতার।

শুভেচ্ছা বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক মুখ্য সচিব আব্দুল করিম, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, প্রথম পুনর্মিলনীর আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে শোকপ্রস্তাব উত্থাপন করেন কামরুল হাসান হারুন। পরে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এমআর/এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-22 15:17:53