bangla news

ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-২১ ৮:৩৮:৩৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের হালিশহরে ছুরিকাঘাতে ইরফান আহমেদ (২০) নামে এক কলেজছাত্র খুন হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে হালিশহর থানার বড়পুল এলাকায় আড়ং ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইরফান আহমদ হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে। তিনি উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বাংলানিউজকে বলেন, ছুরিকাঘাতে আহত অবস্থায় ইরফান আহমেদকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) এস এম বদরুল কবির বাংলানিউজকে বলেন, চার দিন আগে ইরফান এবং সাদ্দামের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সাদ্দাম বৃহস্পতিবার বিকেলে ইরফানকে ছুরিকাঘাত করে। আহত ইরফান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

তিনি বলেন, অভিযুক্ত সাদ্দাম একজন মাদকসেবী। খুনের ঘটনায় অভিযুক্ত সাদ্দামকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৯
টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-21 20:38:36