ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘সমুদ্র অভিযানে’ নানা বয়সী মানুষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৫, নভেম্বর ২১, ২০১৯
‘সমুদ্র অভিযানে’ নানা বয়সী মানুষ সশস্ত্র বাহিনী দিবসে যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান দেখেন সাধারণ মানুষ

চট্টগ্রাম: বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ২টা থেকে কর্ণফুলী নদীর নেভাল জেটিতে জাহাজটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

এ সময় নানা বয়সী কৌতূহলী মানুষ যুদ্ধজাহাজটি ঘুরে দেখেন। এর মধ্যে কেউ জীবনে প্রথম যুদ্ধজাহাজে উঠেছেন।

তাদের চোখে ছিল বিস্ময়।  নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জাহাজটির অস্ত্র, গোলাবারুদ, সক্ষমতা, ধারণক্ষমতা ইত্যাদি সম্পর্কে জেনে নেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চট্টগ্রাম নৌ অঞ্চলে ফজর নামাজের পর স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সব বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ ছাড়া নৌবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা, কুইজ, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।