bangla news

চকবাজারে পুড়লো টং দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-২১ ১০:৪৩:২২ এএম
ছবি: সোহেল সরওয়ার

ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চকবাজার অলি খাঁ মসজিদের পাশে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি টং দোকান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দীন বাংলানিউজকে জানান, টং দোকানটিতে সিলিন্ডার গ্যাস দিয়ে চা বানাতে গিয়ে চুলা থেকে আগুন লেগে যায়। এতে দোকানটি পুড়ে প্রায় ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনপুরা ইউনিটের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, যানজটপ্রবণ এলাকা চকবাজারে সড়কের পাশে, ফুটপাতে গড়ে ওঠা টং দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার গ্যাস দিয়ে চা-নাস্তা বানিয়ে বিক্রি করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এসব দোকান থেকে প্রায় সময়ই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-21 10:43:22