ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ত্রিপুরা পল্লীর জীবনমান উন্নয়নে প্রশাসন কাজ করছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
ত্রিপুরা পল্লীর জীবনমান উন্নয়নে প্রশাসন কাজ করছে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন

চট্টগ্রাম: হাটহাজারীর ত্রিপুরা জনগোষ্ঠীর মানোন্নয়নে বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার ত্রিপুরা পল্লীতে স্বাস্থ্য শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক সামগ্রী বিতরণ এবং দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় জেলা প্রশাসক বলেন, প্রতিটি গ্রামকে শহরের আদলে সাজাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

সরকারের উন্নত দেশ গড়ার ভিশন বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ত্রিপুরা পল্লীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশাসন কাজ করে যাচ্ছে।
এ পল্লীতে আগে কোনো সুযোগ সুবিধা ছিল না। বর্তমানে বেশিরভাগ সমস্যার সমাধান হয়েছে।

তিনি বলেন, শুষ্ক মৌসুমে ৭৮ লাখ টাকা ব্যয়ে এইচবিবি সড়ক নির্মাণকাজ শুরু হবে। অবহেলিত এ পল্লীর অধিবাসীদের দুর্যোগ সহনীয় বাসস্থান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ’

উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন।

উপস্থিতি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, ১ নম্বর ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া তালুকদার প্রমুখ।

বাংলাদেশ সময় ২০৫৫ ঘন্টা, ১৯ নভেম্বর ২০১৯
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।