ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেলা শেষ বুধবারে, ৪৯৬ কোটি টাকা আয়কর জমা চট্টগ্রামে  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
মেলা শেষ বুধবারে, ৪৯৬ কোটি টাকা আয়কর জমা চট্টগ্রামে  

চট্টগ্রাম: সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষ হচ্ছে বুধবার (২০ নভেম্বর)। ওই দিন নির্ধারিত সময়ের মধ্যে যারা লাইনে থাকবেন তাদের রিটার্ন জমা নেওয়া হবে মেলায়।

চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, আয়কর মেলা করভীতি দূর করে। করদাতার যেকোনো সমস্যা মেলাতে তাৎক্ষণিক সমাধান মেলে।

আয়কর সংক্রান্ত প্রশ্ন, সংশয়, কৌতূহল, ভুল বোঝাবুঝি থাকলে কর কর্মকর্তা, কর আইনজীবীরা তা বুঝিয়ে বলতে পারেন। মেলায় বিনামূল্যে রিটার্ন ফরম পূরণসহ আনুষঙ্গিক সব সেবা একই ছাদের নিচে থাকে করদাতার জন্য।
তাই আয়কর মেলায় করসেবা গ্রহণকারী, রিটার্ন দাখিল, ই-টিআইএন রেজিস্ট্রেশন বাড়ছে।

আয়কর মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত আপিলাত কর কমিশনার মো. মাহমুদুর রহমান বাংলানিউজকে বলেন, প্রথম ছয় দিনে বৃহত্তর চট্টগ্রামে ৪৫ হাজার ৩৮৫টি রিটার্নের বিপরীতে আয়কর জমা হয়েছে ৪৯৬ কোটি ৫৩ লাখ ১৮ হাজার ১৮৭ টাকা।  নতুন ই-টিআইএন নিয়েছেন ৩ হাজার ২৬৭ জন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।