ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সেই রানার দায়িত্ব নিতে চান কাতারপ্রবাসী রাজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
সেই রানার দায়িত্ব নিতে চান কাতারপ্রবাসী রাজ সেই রানার দায়িত্ব নিতে চান কাতারপ্রবাসী রাজ

চট্টগ্রাম: তুখোড় ছাত্রলীগ নেতা মোতাহার হোসেন রানার দায়িত্ব নিতে চান কাতার আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোল্লা মোহাম্মদ রাজ রাজীব।

আগামী ১০ বছর প্রতি মাসে ৫ হাজার টাকা করে রানার পরিবারের কাছে দিতে চান তিনি। ১০ বছর পর এককালীন সাহায্যও করবেন বলে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক আমিন বেপারীর কাছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম আল আমিন আহমেদের মাধ্যমে এ টাকা দেওয়া হবে।

সোমবার (১৮ নভেম্বর) সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবি নিয়ে বাংলানিউজে  ‘তুখোড় ছাত্রনেতা রানা...’  শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হলে বিষয়টি অনেকের নজরে আসে।

মোতাহার হোসেন রানা মিরসরাই থানা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ।  নব্বইয়ের দশকে স্বৈরাচার এরশাদেরবিরোধী ছাত্র আন্দোলনে - ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম কাতারের নেতা ছিলেন তিনি। ছয় সন্তান নিয়ে মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে নীরবে-নিভৃতে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। গত ১৬ নভেম্বর মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দর্শক সারিতে বসা রানার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।    

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।