ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যাত্রা শুরু করলো অনলাইন মার্কেট প্লেস বিপ্রোপার্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
যাত্রা শুরু করলো অনলাইন মার্কেট প্লেস বিপ্রোপার্টি যাত্রা শুরু করলো অনলাইন মার্কেট প্লেস বিপ্রোপার্টি

চট্টগ্রাম: যাত্রা শুরু করেছে সম্পত্তি ক্রয় বিক্রয় এবং ভাড়া দেয়ার অনলাইন মার্কেট প্লেস বিপ্রোপার্টি ডটকম লিমিটেড।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় খুলশীতে অনলাইন মার্কেট প্লেস বিপ্রোপার্টির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়।

বিপ্রোপার্টি সিইও মার্ক নসওয়ার্দি বলেন, প্রযুক্তির ব্যবহার করে রিয়েল এস্টেট খাতকে রূপান্তরিত করছে দেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট মার্কেট প্লেস বিপ্রোপার্টি ডটকম।

ক্রেতা বিক্রেতা এবং বাড়িওয়ালার ভাড়াটিয়ার রিয়েল এস্টেট সম্পর্কিত যেকোন কাজ বন্দর নগরীতে এখন আরো সহজ হবে। অনলাইন মার্কেট প্লেসটির গ্রাহকরা এখন যেকোন জায়গা থেকে চট্টগ্রামের বিভিন্ন বাসা দেখে তাদের কাঙ্ক্ষিত বাসাটি পছন্দ করতে পারবেন।
মার্কেটপ্লেসের গ্রাহকরা এখন নিজের বাড়িতে বসেই তাদের মোবাইল ফোন ব্যবহার করে ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে নিজের পছন্দের বাসাটি দেখতে পাবেন।

প্রতিষ্ঠানটির দাবি প্রায় ৬৫০০ হাজার তালিকাভুক্ত প্রোপার্টি নিয়ে চট্টগ্রামে কাজ শুরু করেছে কোম্পানি।

বাংলাদেশ সময় ১২৩০ ঘন্টা, ১৯ নভেম্বর ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।