সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম কাস্টম হাউসের যে বিভাগ (গার্মেন্টস গ্রুপ) দিয়ে তৈরি পোশাক শিল্পের কাঁচামাল আমদানি হয় তাতে বেশ কিছু দিন থেকে হয়রানি করা হচ্ছিলো। ফাইল ছাড়ে দীর্ঘসূত্রতা, এইচএস কোড পরিবর্তনসহ অহেতুক সময়ক্ষেপণে অতিষ্ঠ সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মচারীরা কাজ করা থেকে বিরত থাকেন।
চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বাংলানিউজকে বলেন, গার্মেন্টস গ্রুপে হয়রানির অভিযোগে সিঅ্যান্ডএফ কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন এরপর কর্তৃপক্ষের আশ্বাসে তারা কাজে যোগ দিয়েছেন।
চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মো. আকবর হোসেন বাংলানিউজকে বলেন, সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীদের সঙ্গে একটি বিভাগে ভুল বোঝাবুঝি হয়েছিল। তাৎক্ষণিক সমাধান হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এআর/টিসি