ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাঁচ দিনে ৩৯৩ কোটি টাকার বেশি আয়কর আদায় চট্টগ্রামে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
পাঁচ দিনে ৩৯৩ কোটি টাকার বেশি আয়কর আদায় চট্টগ্রামে

চট্টগ্রাম: সপ্তাহব্যাপী আয়কর মেলার প্রথম পাঁচ দিনে বৃহত্তর চট্টগ্রামে ৩৪ হাজার ৮১৩টি রিটার্নের বিপরীতে আয়কর জমা হয়েছে ৩৯৩ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৪০১ টাকা।  

মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত আপিলাত কর কমিশনার মো. মাহমুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সপ্তাহব্যাপী মেলার প্রথম পাঁচ দিনে নতুন ই-টিআইএন রেজিস্ট্রেশন করেছেন ২ হাজার ৪৭৩ জন।

কর সেবা নিয়েছেন ২ লাখ ১৪ হাজার ৭২৭ জন।

মেলার প্রথম দিন ৪ হাজার ৯৩৩টি রিটার্নের বিপরীতে ৩৩ কোটি ১৮ লাখ, দ্বিতীয় দিন ৭ হাজার ১১৫টি রিটার্নে ৮৫ কোটি ২৬ লাখ, তৃতীয় দিন ৮ হাজার ৫৬৯টি রিটার্নে ৭৪ কোটি ৫ লাখ, চতুর্থ দিন ১১৪ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ৬২৭ টাকা এবং পঞ্চম দিন ৮ হাজার ৬টি রিটার্নে ৮৫ কোটি ৯৯ লাখ, ২ হাজার ৯৫৩ টাকা আয়কর জমা হয়েছে।

চার দিনে রিটার্ন জমা হয়েছে যথাক্রমে ৪৬১, ২২৫, ৩৬১, ৬৬৭ ও ৭৫৯টি।

রোববার চট্টগ্রামের চারটি কর অঞ্চল ও জরিপ রেঞ্জ-৩ মিলে ৬ হাজার ৪৮৫টি রিটার্নে ৮৫ কোটি ২৮ লাখ ৮৯ হাজার ৩৮ টাকা কর আদায় হয়েছে। নতুন ই-টিআইএন নিয়েছেন ৭৫৯ জন।

এ ছাড়া কক্সবাজারে ৭২৮টি রিটার্নে ৪৯ লাখ ৩৩ হাজার, রাঙামাটিতে ৩৩৯ রিটার্নে ৪ লাখ ৭৭ হাজার, বান্দরবানে ১৩৭ রিটার্নে ৯ লাখ ৮ হাজার, খাগড়াছড়িতে ১৭৭টি রিটার্নে ৪ লাখ ৪৬ হাজার, পটিয়া উপজেলায় ১১০টি রিটার্নে ২ লাখ ১৭ হাজার এবং লোহাগাড়ায় ৩০টি রিটার্নে ৩১ হাজার ১১০ টাকা আয়কর জমা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়কর মেলায় নতুন ই-টিআইএন রেজিস্ট্রেশন, রিটার্ন দাখিলসহ সব আয়কর সেবা পাবেন করদাতারা।    

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।