ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৫ মিনিট লিফটে আটকে থাকলেন আমীর খসরুসহ বিএনপি নেতারা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
১৫ মিনিট লিফটে আটকে থাকলেন আমীর খসরুসহ বিএনপি নেতারা ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ দলীয় নেতারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে প্রায় ১৫ মিনিট লিফটে আটকে ছিলেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার এনটিভি চট্টগ্রাম অফিসের স্টাফ ক্যামেরাপার্সন সুমন গোস্বামী বাংলানিউজকে বলেন, পাথরঘাটায় বিস্ফোরণে আহতদের দেখতে গিয়েছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, ড্যাব নেতা ডা. খুরশিদ জামিল সহ বিএনপির ১৫-২০ জন নেতা-কর্মী।

হাসপাতালের ৫ম তলার অর্থোপেডিক ওয়ার্ড থেকে ৩ নম্বর লিফটে নামার সময় নিচতলার কাছাকাছি এসে বিকট শব্দে লিফট আটকে যায়। খবর পেয়ে নিচে অপেক্ষমাণ আমীর খসরুর একান্ত সচিব মো. সেলিমসহ কর্মীরা মিলে লিফটের দরজা টেনে তাদের বাইরে নিয়ে আসেন।

পরে ডা. খুরশিদ জামিল চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলামকে এ বিষয়ে ফোনে জানান।

লিফট অপারেটর সত্যপ্রিয় বড়ুয়ার দাবি, রাতদিন চলছে এই লিফট। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে।

তবে এরকম কোনও ঘটনাই ঘটেনি বলে দাবি করেছেন ডা. আখতারুল ইসলাম। তিনি বাংলানিউজকে বলেন, ‘কেন আটকাবে? হাসপাতালের সবগুলো লিফট ঠিক আছে। কোথাও কোনও ত্রুটি নেই। এটা বোগাস বলছে’।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।