ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাথরঘাটায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় নওফেলের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
পাথরঘাটায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় নওফেলের শোক পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহতদের স্বজনদের সান্ত্বনা দেন হাসিনা মহিউদ্দিন

চট্টগ্রাম: নগরের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের একটি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এক শোকবার্তায় তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন এবং এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। হাসিনা মহিউদ্দিন শোকাহত স্বজনদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।

 

তারা শিক্ষা উপমন্ত্রীর পক্ষে নিহত অসচ্ছল পরিবারের সদস্যদের ১০ হাজার টাকা করে দেন দাফন কাফনের জন্য।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।