ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থী ১ লাখ ৩৭ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
চট্টগ্রামে প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থী ১ লাখ ৩৭ হাজার

চট্টগ্রাম: প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলা থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৩৭ হাজার ৩৫২ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬২ হাজার ৫০৪ জন, ছাত্রী ৭৪ হাজার ৮৪৮ জন। মহানগরের পরীক্ষার্থী ৪৪ হাজার ৬৩১ জন।

রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে দশটায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।

৩৫১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া জেলায় ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ হাজার ৬২৭ জন পরীক্ষার্থী।

এর মধ্যে ছাত্রী ১২ হাজার ৫৪৯ জন, ছাত্র ১৪ হাজার ৭৮ জন। ১৭৩টি কেন্দ্রে এই ইবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।