ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গভীর রাতে উন্নয়ন কাজ তদারকিতে মেয়র নাছির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৫, নভেম্বর ১৭, ২০১৯
গভীর রাতে উন্নয়ন কাজ তদারকিতে মেয়র নাছির

চট্টগ্রাম: নগরীর আগ্রাবাদ এক্সেস রোডের কাজ দ্রুত সম্পন্ন করতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রতিনিয়ত নিজেই কাজের তদারকি করছেন।

মেয়রের একান্ত সচিব রায়হান ইউসুফ বাংলানিউজকে বলেন, ১৬ নভেম্বর শনিবার গভীর রাতে আকস্মিক এক্সেস রোডের কাজের অগ্রগতি দেখতে মেয়র ছুটে যান। ওই সময় সংশ্লিষ্ট ঠিকাদার, চসিক প্রকৌশলীদের কাজের মান ঠিক রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।

নানা জটিলতায় উল্লিখিত সড়কের কাজ বিলম্বিত হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে মেয়র নাছির বলেন, জনগণের কল্যাণ ও তাদের সুখে দুঃখে আমৃত্যু পাশে থাকবো, এটিই আমার অঙ্গীকার, কোনও অবহেলা সহ্য করা হবে না।

মেয়র দীর্ঘক্ষণ সড়কের কাজ পরিদর্শন করে ফিরে আসেন।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।