ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পোর্ট সিটিতে ন্যাশনাল ডিবেট ফেস্ট শুরু শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
পোর্ট সিটিতে ন্যাশনাল ডিবেট ফেস্ট শুরু শুক্রবার পোর্ট সিটিতে ন্যাশনাল ডিবেট ফেস্ট শুরু শুক্রবার

চট্টগ্রাম: পোর্ট সিটি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘পিসিডিএফ ন্যাশনাল ডিবেট ফেস্ট’ শুরু হচ্ছে শুক্রবার (১৫ নভেম্বর)।

এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে ও বাংলায় হতে যাওয়া এ ডিবেট ফেস্টে সারাদেশের ২৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭২ জন বিতার্কিক অংশ নেবেন।

দেশের শীর্ষপর্যায়ের ২৪জন সাবেক বিতার্কিক বিচারক হিসেবে এ ডিবেট ফেস্টে দায়িত্ব পালন করবেন।

পোর্ট সিটি ইউনিভার্সিটির তত্ত্বাবধানে পিসিডিএফ সংশ্লিষ্ট শিক্ষক ও বিতার্কিকদের আয়োজনে প্রতিযোগিতায় সহযোগী হিসেবে থাকবে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) ও দৃষ্টি চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।