ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়তলীতে রেলওয়ের ৫ একর জায়গা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
পাহাড়তলীতে রেলওয়ের ৫ একর জায়গা উদ্ধার পাহাড়তলীতে রেলওয়ের ৫ একর জায়গা উদ্ধার

চট্টগ্রাম: রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ১ হাজার ২৫৬টি ঘর-বাড়ি উচ্ছেদ করে ৪ দশমিক ৭৩ একর জায়গা উদ্ধার করেছে ভূ-সম্পত্তি বিভাগ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ঘর-বাড়ি উচ্ছেদ করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম বাংলানিউজকে বলেন, পাহাড়তলীর এক্সিয়েন রেলওয়ে কলোনিতে অবৈধভাবে গড়ে ওঠা ১ হাজার ২৫৬টি ঘরবাড়ি উচ্ছেদ করা হয়।

অভিযানে আরএনবি, জিআরপি এবং পুলিশ সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।