ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মেয়র নাছিরের সঙ্গে ডিসকিনের সাক্ষাৎ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৪, নভেম্বর ১৫, ২০১৯
মেয়র নাছিরের সঙ্গে ডিসকিনের সাক্ষাৎ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটি অব দ্য রেডক্রসের ফিল্ড প্রোডাকশন ডেলিকেট লাউরা ডিসকিন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে টাইগারপাসের সিটি মেয়রের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মিস ডিসকিন রেডক্রসের কার্যাবলি সম্পর্কে সিটি মেয়রকে অবহিত করেন।

এ সময় কাউন্সিলর এইচএম সোহেল, চসিক প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম, তত্ত্বাবধায়াক প্রকৌশলী সুদিপ বসাক, ঝুলন দাশ ও ইন্টারন্যাশনাল কমিউনিটি অব দ্য রেডক্রসের প্রোডাকশন অফিসার মাহবুব আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।