bangla news

দেশে ১ মিলিয়ন শিশু ডায়াবেটিস আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১৪ ৬:১৪:৩০ পিএম
ডায়াবেটিস দিবসে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে শোভযাত্রা বের করা হয়

ডায়াবেটিস দিবসে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে শোভযাত্রা বের করা হয়

চট্টগ্রাম: দেশে ১ মিলিয়ন শিশু ডায়াবেটিস আক্রান্ত। প্রতি ছয়জনে একজন গর্ভবতী নারী ডায়াবেটিস রোগী বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ সেমিনারে বক্তারা এ তথ্য জানান।

বক্তারা বলেন, ‘বর্তমান বিশ্বে ৪২৫ মিলিয়ন ডায়াবেটিস রোগী আছে, যা কিনা ২০৩০ নাগাদ ৫২২ মিলিয়নে উন্নীত হবে। প্রতি ১১ জনে একজন ডায়াবেটিস রোগী পাওয়া যাচ্ছে। তা ছাড়া বাংলাদেশে ১০ মিলিয়ন ডায়াবেটিস রোগী আছে। প্রতি ১০ জনে একজন ডায়াবেটিস রোগে আক্রান্ত। বাংলাদেশের ৬ দশমিক ৪ শতাংশ রোগী ডায়াবেটিসে মারা যায়।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শামীম হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুল হক খান। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বি. জেনারেল মহসিন উদ্দিন আহমেদ। সেমিনারে প্রধান বক্তা ছিলেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. ফারহানা আক্তার।

দিবসটি উপলক্ষে বিশেষ সেমিনার শেষে শোভাযাত্রা এন্ডোক্রাইনোলজি বিভাগের উদ্যোগে বের করা হয়। শোভাযাত্রাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ২০০ রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। হাসপাতালের বহির্বিভাগে ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

বাংলাদেশ সময় ১৬৫৩ ঘন্টা, ১৪ নভেম্বর ২০১৯
টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-14 18:14:30