ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বাধীনতা বিরোধী চক্র এখনো সক্রিয়: ভূমিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
স্বাধীনতা বিরোধী চক্র এখনো সক্রিয়: ভূমিমন্ত্রী বক্তব্য দেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

চট্টগ্রাম: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনো সক্রিয়। তারা চায় আমাদের এ সফলতাকে ধ্বংস করে দিতে। যেমনটি তারা স্বাধীনতা যুদ্ধের সময় করতে চেয়েছিল।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নগরের কে বি কনভেনশন সেন্টারে আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান বাবুর ৭ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, তা নিয়ে সারা বিশ্ব কথা বলছে।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য মাত্রা এ সরকারের দূরদর্শীতায় বাংলাদেশ অর্জন করেছে।

‘বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আগামীতে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জন করা তেমন কঠিন কিছু নয়।

জাবেদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ টিকে আছে দলীয় নেতা-কর্মীদের কারণে। আমি নিজেকে আওয়ামী-লীগের একজন কর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী ও আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আরও খবর>>
** 
আওয়ামী লীগে দূষিত রক্তের প্রয়োজন নেই: ওবায়দুল কাদের
** বাবু ভাইয়ের কাছে রাজনীতি শিখুন: তথ্যমন্ত্রী
** দুঃসময়ে দলের প্রতি আস্থা রেখেছিলেন বাবু: নওফেল
** বিত্তবানরা দলকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করছেন: নাছির
 

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।