ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিত্তবানরা দলকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করছেন: নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
বিত্তবানরা দলকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করছেন: নাছির বক্তব্য দেন আ জ ম নাছির উদ্দীন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বিত্তবানরা দলকে নিজের পৈতৃক সম্পত্তিতে পরিণত করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে কে বি কনভেনশন সেন্টারে আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান বাবুর ৭ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগকে সংগঠিত করতে আখতারুজ্জামান বাবু ভাই নিরলসভাবে কাজ করেছেন।

আমরা যারা এখন রাজনীতি করছি তাদের বাবু ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

তিনি বলেন, বাবু ভাই বিত্তশালী ছিলেন কিন্তু সাধারণ মানুষকে আপন করে কাছে টেনে নিতে পারতেন।

যেটি এখন রাজনীতিতে হারিয়ে গেছে। বিত্তবানরা এখন দলকে নিজের পৈতৃক সম্পত্তিতে পরিণত করে যাচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাছান চৌধুরী নওফেল, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী ও আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আরও খবর>>
** 
আওয়ামী লীগে দূষিত রক্তের প্রয়োজন নেই: ওবায়দুল কাদের
** বাবু ভাইয়ের কাছে রাজনীতি শিখুন: তথ্যমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।