ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
বোয়ালখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম: বোয়ালখালী পৌরসভার বহদ্দার পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) গলায় রশি প্যাঁচানো অবস্থায় খাটের ওপর থেকে রবিজা খাতুন (৫০) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) তাজ উদ্দিন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।

তিনি বলেন, এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রবিজার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে।

গৃহবধূ রবিজা খাতুন বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ এলকার মৃত বদিউল আলমের স্ত্রী বলে জানান পুলিশ কর্মকর্তা তাজ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।