ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নতুন সড়ক আইনের প্রচারণায় মেয়র নাছির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
নতুন সড়ক আইনের প্রচারণায় মেয়র নাছির প্রচারপত্র বিলি করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে জনসচেতনতার পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, সহযোগী ও পথচারীদের সম্মিলিত উদ্যোগ দরকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে জিইসি চত্বরে এ আইন নিয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জনসচেতনতা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। মেয়র পথচারী, পরিবহন মালিক, শ্রমিকদের হাতে লিফলেট তুলে দেন।

ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইনের সভাপতিত্বে এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার ট্রাফিক (উত্তর) আমির জাফর, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক প্রমুখ।

মেয়র নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার নতুন সড়ক পরিবহন নীতিমালা প্রণয়ন করায় সরকারসহ সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়ে বলেন, নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হলেও আইনের পূর্ণ বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেশ জাতির জন্য মঙ্গল হবে না।

এ আইনের বিধি বিধান এখনো তৈরি না হওয়ায় আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় কিছুটা বিভ্রান্তি হলেও আইন প্রয়োগে দ্রুত উদ্যোগ দরকার। এ আইনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সর্বোচ্চ ৫ বছরের কারাণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। বেড়েছে জরিমানার অঙ্কও।

মেয়র প্রয়োজনে সিটি করপোরেশন এই আইন সম্পর্কে প্রচারণা কার্যক্রমে সার্বিক সহযোগিতা দেবে বলেও জানান।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।