ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির নতুন প্রক্টর অধ্যাপক মনিরুল হাসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
চবির নতুন প্রক্টর অধ্যাপক মনিরুল হাসান অধ্যাপক এস এম মনিরুল হাসান। ফাইল ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম মনিরুল হাসান।

মঙ্গলবার (১২ নভেম্বর) তাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বাংলানিউজকে বলেন, চবি প্রক্টর হিসেবে আগামী এক বছরের জন্য সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম মনিরুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।

চবি প্রক্টর হিসেবে এখন থেকে তিনিই দায়িত্ব পালন করবেন।

চলতি বছরের ১৭ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা অধ্যাপক আলী আজগর চৌধুরীর মেয়াদ শেষ হয়।

এর পর থেকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।