ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রেল দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে হত্যা মামলা চান ফারাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, নভেম্বর ১২, ২০১৯
রেল দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে হত্যা মামলা চান ফারাজ ফারাজ করিম চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেল দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের দাবি জানিয়েছেন তরুণ রাজনীতিক ফারাজ করিম চৌধুরী।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে ফারাজ করিম চৌধুরী এ দাবি জানান।

ফারাজের বাবা এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

ফারাজ করিম লেখেন, ‘দায়িত্বরতদের কর্তব্যের অবহেলার কারণে এই ঘটনাগুলো ঘটছে- এটা বুঝতে আর কতগুলো তদন্ত কমিটি লাগবে? আগেও বলেছি, দায়িত্বে থাকা সকলের বিরুদ্ধে হত্যা মামলা আনুন। ’

‘একটা উদাহরণ সৃষ্টি করুন।

আমি নিশ্চয়তার সঙ্গে বলছি, এ ধরণের ঘটনা ভবিষ্যতে শুন্যের কোটায় নেমে আসবে। ’

স্ট্যাটাসে ফারাজ লেখেন, ‘তবে ব্যবস্থা নেবেনই বা কেমনে? যেখানে গুরুত্বপূর্ণ এসব পদে চাকরি তদবির ও ঘুষের মাধ্যমেই হয়?’

তিনি লেখেন, ‘দুর্ঘটনার শিকার তূর্ণা নিশীতা- যা গতরাতে চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলো। সেই ট্রেনে করে আমার বাবার আজ (মঙ্গলবার) সকালে ঢাকা পৌঁছানোর কথা ছিল। ’

‘মনে কষ্ট নিয়েই বলছি, আজ আল্লাহ যদি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে সেই ট্রেনে যাওয়ার হুকুম করতেন, তাহলে কি দেশের রেল ব্যবস্থায় কোনো পরিবর্তন আসতো?’

ফারাজ লেখেন, ‘সেই ট্রেনের টিকেট কিনেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে প্লেনে আসার পরিকল্পনাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা ব্যতীত আর কিছুই নয়। ’

‘ঝরে যাওয়া প্রাণগুলোর আত্মার মাগফিরাত কামনা করছি। ’

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।