ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এসএসসি পাস করে এমবিবিএস ডাক্তার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এসএসসি পাস করে এমবিবিএস ডাক্তার! অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানার কালী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) স্থানীয় সজীব মেডিক্যাল হল থেকে সজীব দাশ রুপন (২৯) নামের ওই ভুয়া ডাক্তারকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বাংলানিউজকে জানান, এসএসসি পাস করা সজীব নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে নিয়মিত রোগী দেখতেন।

তাকে ৭ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযানের খবরে ওই এলাকার চন্দ্রিকা মেডিক্যাল হল থেকে বিমল দাস নামের আরেক ভুয়া ডাক্তার পালিয়ে গেছে।

চন্দ্রিকা মেডিক্যাল হলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবারের অভিযানে মেয়াদোর্ত্তীণ ওষুদ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় কালী বাড়ি এলাকার মেডিক্যাল প্লাস ফার্মেসিকে ৩ হাজার এবং স্বাগত ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

অভিযানে অংশ নেন ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো. আকিব হোসেন, তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান, কামরুল হাসান, পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।